১ থিষলনীকীয় 4:17-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আসমানে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের সঙ্গে একত্রে আমাদেরও মেঘযোগে তুলে নেওয়া হবে। আর আমরা এভাবে সব সময় প্রভুর সঙ্গে থাকব।

18. অতএব তোমরা এসব কথা বলে এক জন অন্য জনকে উৎসাহ দাও।

১ থিষলনীকীয় 4