১ খান্দাননামা 24:21-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. রহবিয়ের কথা; রহবিয়ের সন্তানদের মধ্যে যিশিয় প্রধান।

22. যিষহরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।

23. আর হেবরনের পুত্র যিরিয় প্রধান, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।

24. উষীয়েলের পুত্র মিকাহ্‌; মিকাহ্‌র পুত্রদের মধ্যে শামীর।

25. মিকাহ্‌র ভাই যিশিয়; যিশিয়ের পুত্রদের মধ্যে জাকারিয়া।

26. মরারির পুত্র মহলি ও মূশি; যাসিয়ের পুত্র বিনো।

১ খান্দাননামা 24