1. এর পরে দাউদ ফিলিস্তিনীদেরকে আক্রমণ করে পরাজিত করলেন, আর ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও তার সমস্ত উপনগর অধিকার করলেন।
2. আর তিনি মোয়াবকে আঘাত করলেন; তাতে মোয়াবীয়েরা দাউদের গোলাম হয়ে উপঢৌকন আনলো।
3. আর যে সময়ে সোবার বাদশাহ্ হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব স্থাপন করতে যান, সেই সময়ে দাউদ হমাতে তাঁকে আঘাত করেন।