হোসিয়া 13:7-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. এজন্য আমি তাদের পক্ষে সিংহের মত হলাম, চিতাবাঘের মত আমি পথের পাশে অপেক্ষায় থাকব।

8. আমি বাচ্চা চুরি হয়ে যাওয়া ভল্লুকীর মত তাদের সম্মুখীন হব, তাদের বক্ষ বিদীর্ণ করবো, সেই স্থানে সিংহীর মত তাদেরকে গ্রাস করবো; বনপশু তাদেরকে খণ্ড খণ্ড করবে।

9. হে ইসরাইল, এটাই তোমার সর্বনাশ যে, তুমি আমার বিপক্ষ, নিজের সহায়ের বিপক্ষ।

10. বল দেখি, তোমার বাদশাহ্‌ কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে রক্ষা করবে? তোমার কাজীরাই বা কোথায়? তুমি তো বলতে, আমাকে বাদশাহ্‌ ও শাসনকর্তাদের দাও।

হোসিয়া 13