হিজরত 40:25-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. এবং মাবুদের সম্মুখে প্রদীপ জ্বালালেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।

26. পরে তিনি জমায়েত-তাঁবুতে পর্দার সম্মুখে সোনার ধূপগাহ্‌ রাখলেন,

27. এবং তার উপরে সুগন্ধি ধূপ জ্বালালেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।

28. পরে তিনি শরীয়ত-তাঁবুর দ্বারে পর্দা টাঙ্গালেন।

হিজরত 40