হিজরত 40:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মাবুদ মূসাকে বললেন,

2. তুমি প্রথম মাসের প্রথম দিনে জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবু স্থাপন করবে।

3. আর তার মধ্যে শরীয়ত-সিন্দুক রেখে পর্দা টাঙ্গিয়ে সেই সিন্দুক আড়াল করবে।

হিজরত 40