হিজরত 35:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. এবং ধূপের কোরবানগাহ্‌ ও তার বহন-দণ্ড এবং অভিষেকের জন্য তেল ও সুগন্ধি ধূপ, শরীয়ত-তাঁবুর প্রবেশ-দ্বারের পর্দা,

16. পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌, তার ব্রোঞ্জের জাল, বহনদণ্ড ও সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার গামলা,

17. প্রাঙ্গণের পর্দা, তার স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের দরজার পর্দা,

18. এবং শরীয়ত-তাঁবুর গোঁজ, প্রাঙ্গণের গোঁজ ও উভয়ের দড়ি,

19. এবং পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য সূক্ষ্ম কাজ-করা পোশাক, অর্থাৎ ইমাম হারুনের জন্য পবিত্র পোশাক ও ইমামের কাজ করার জন্য তার পুত্রদের পোশাক।

হিজরত 35