হিজরত 1:3-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. ইষাখর, সবূলূন, বিন্‌ইয়ামীন,

4. দান, নপ্তালি, গাদ ও আশের।

5. ইয়াকুবের বংশ থেকে উৎপন্ন মোট সত্তর জন ছিল এবং ইউসুফ মিসরেই ছিলেন।

6. পরে ইউসুফ, তাঁর ভাইয়েরা ও সমসাময়িক সমস্ত লোক ইন্তেকাল করলো।

7. আর বনি-ইসরাইলরা ফলবান হল, অনেক বৃদ্ধি লাভ করলো ও বহুবংশ হয়ে উঠলো। তারা ভীষণ শক্তিশালী হল এবং তাদের দ্বারা দেশ পরিপূর্ণ হল।

হিজরত 1