হিজরত 1:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ইসরাইলের পুত্ররা, যাঁরা সপরিবারে ইয়াকুবের সঙ্গে মিসর দেশে গিয়েছিলেন, তাঁদের নাম হচ্ছে—

2. রূবেণ, শিমিয়োন, লেবি, এহুদা,

3. ইষাখর, সবূলূন, বিন্‌ইয়ামীন,

4. দান, নপ্তালি, গাদ ও আশের।

হিজরত 1