11. সূর্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাঁড়িয়ে থাকলো,তোমার দ্রুতগামী বাণগুলোর আলোতে,তোমার বজ্ররূপ বর্শার তেজে।
12. তুমি ক্রোধে ভূতল দিয়ে গমন করলে,কোপে জাতিদেরকে শস্যের মত মাড়াই করলে।
13. তুমি যাত্রা করলে, তোমার লোকদের উদ্ধার করার জন্য,তোমার অভিষিক্ত লোকের উদ্ধারের জন্য;তুমি দুষ্টের বাড়ির মাথা চূর্ণ করলে,গলা পর্যন্ত তার মূল অনাবৃত করলে।
14. তুমি তার যোদ্ধাদের মাথা তারই দণ্ড দ্বারা বিদ্ধ করলে;তারা ঘূর্ণিবাতাসের মত আমাকে ছিন্নভিন্ন করতে এসেছিল;তারা দুঃখীকে গোপনে গ্রাস করতে আনন্দ করতো।
15. তুমি তোমার ঘোড়ার পাল নিয়ে সমুদ্র দিয়ে গমন করলে।সেই মহাজলরাশি দিয়ে গমন করলে।