10. অনেক জাতিকে উচ্ছিন্ন করাতে তুমি তোমার কুলের লজ্জাজনক মন্ত্রণা করেছ ও তোমার প্রাণের বিরুদ্ধে গুনাহ্ করেছ।
11. কেননা দেয়ালের মধ্য থেকে পাথর কাঁদবে ও কাঠের মধ্য থেকে কড়ি-বরগা তার উত্তর দেবে।
12. ধিক্ তাকে, যে রক্তপাত করে নগর গাঁথে,যে অন্যায় দ্বারা নগর সংস্থাপন করে।