সোলায়মান 3:9-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. বাদশাহ্‌ সোলায়মান নিজের জন্য একটি চতুর্দোল নির্মাণ করলেন,লেবাননের কাঠ দিয়ে তৈরি করলেন।

10. তিনি রূপা দিয়ে তার স্তম্ভ নির্মাণ করলেন,সোনার তলদেশ ও বেগুনী রঙ্গের আসন করলেন,এবং জেরুশালেমের কন্যাদের কর্তৃক মহব্বত দিয়ে তার মধ্যভাগখচিত হল।

11. অয়ি সিয়োন-কন্যারা।তোমরা বাইরে গিয়ে বাদশাহ্‌ সোলায়মানকে নিরীক্ষণ কর;তিনি সেই মুকুটে ভূষিত,যা তাঁর মা তাঁর মাথায় দিয়েছিলেন,তাঁর বিয়ের দিনে,তাঁর অন্তরের আনন্দের দিনে।----

সোলায়মান 3