8. ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল;ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে,রাত্রিকালীন বিভীষিকার দরুন।
9. বাদশাহ্ সোলায়মান নিজের জন্য একটি চতুর্দোল নির্মাণ করলেন,লেবাননের কাঠ দিয়ে তৈরি করলেন।
10. তিনি রূপা দিয়ে তার স্তম্ভ নির্মাণ করলেন,সোনার তলদেশ ও বেগুনী রঙ্গের আসন করলেন,এবং জেরুশালেমের কন্যাদের কর্তৃক মহব্বত দিয়ে তার মধ্যভাগখচিত হল।