6. গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে,বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে,ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?
7. দেখ, ওটা সোলায়মানের পাল্কি,ওর চারদিকে ষাটজন বীর আছেন,ওরা ইসরাইলের বীরদের মধ্যবর্তী।
8. ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল;ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে,রাত্রিকালীন বিভীষিকার দরুন।
9. বাদশাহ্ সোলায়মান নিজের জন্য একটি চতুর্দোল নির্মাণ করলেন,লেবাননের কাঠ দিয়ে তৈরি করলেন।