5. তখন মূসা মাবুদের সম্মুখে তাদের বিচার উপস্থিত করলেন।
6. আর মাবুদ মূসাকে বললেন,
7. সলফাদের কন্যারা যথার্থ বলছে; তুমি ওদের পিতৃকুলের ভাইদের মধ্যে অবশ্য ওদেরকে স্বত্বাধিকার দেবে ও ওদের পিতার অধিকার ওদেরকে দেবে।
8. আর বনি-ইসরাইলকে বল, কেউ যদি অপুত্রক হয়ে মারা যায় তবে তোমরা তার অধিকার তার কন্যাকে দেবে।
9. যদি তার কন্যা না থাকে, তবে তার ভাইদেরকে তার অধিকার দেবে।
10. যদি তার ভাই না থাকে, তবে তার চাচাদেরকে তার অধিকার দেবে।