শুমারী 2:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. তার সৈন্য, তাদের গণনা-করা লোক চল্লিশ হাজার পাঁচ শত জন।

20. তাদের পাশে মানশা-বংশ থাকবে এবং পদাহসূরের পুত্র গমলীয়েল মানাশা-বংশের লোকদের নেতা হবে।

21. তার সৈন্য, তাদের গণনা-করা লোক বত্রিশ হাজার দুই শত জন।

22. আর বিন্‌ইয়ামীন-বংশ সেখানে থাকবে এবং গিদিয়োনির পুত্র অবীদান বিন্‌ইয়ামীন-বংশের লোকদের নেতা হবে।

23. তার সৈন্য, তাদের গণনা-করা লোক পঁয়ত্রিশ হাজার চার শত জন।

শুমারী 2