19. এভাবে মূসা মাবুদের হুকুম অনুসারে সিনাই মরুভূমিতে তাদেরকে গণনা করলেন।
20. ইসরাইলের প্রথমজাত রূবেণের সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
21. রূবেণ-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল ছেচল্লিশ হাজার পাঁচ শত।
22. শিমিয়োন-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের ও নাম ও সংখ্যা লেখা হল।