লেবীয় 3:7-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. কেউ যদি উপহার হিসেবে ভেড়ার বাচ্চা দেয় তবে সে মাবুদের সম্মুখে তা আনবে;

8. আর তার কোরবানীর পশুটির মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর সম্মুখে তাকে জবেহ্‌ করবে এবং হারুনের পুত্ররা কোরবানগাহ্‌র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে।

9. আর মঙ্গল-কোরবানী থেকে কিছু নিয়ে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; ফলত তার চর্বি ও সমস্ত লেজ মেরুদণ্ডের কাছ থেকে ছাড়িয়ে নেবে আর পাকস্থলীর উপরিভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি,

10. এবং দু’টি বৃক্ক ও তার উপরিভাগের চর্বি এবং কলিজার উপরি-ভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে।

11. পরে ইমাম তা কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে ফেলবে; এটি মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপ খাদ্য।

12. আর যদি সে উপহার হিসেবে ছাগল দেয় তবে সে তা মাবুদের সম্মুখে আনবে।

লেবীয় 3