লেবীয় 26:30-32 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. আর আমি তোমাদের সমস্ত উচ্চস্থলী ধ্বংস করে ফেলব, তোমাদের সমস্ত সূর্যমূর্তি নষ্ট করবো ও তোমাদের মূর্তিগুলোর উপরে তোমাদের লাশ ফেলে রাখব এবং আমার প্রাণ তোমাদেরকে ঘৃণা করবে।

31. আর আমি তোমাদের সমস্ত নগর উৎসন্ন করবো, তোমাদের সকল এবাদখানা ধ্বংস করবো ও তোমাদের সৌরভের খোশবু আমি কবুল করবো না।

32. আর আমি দেশ ধ্বংস করবো ও সেখানে বাসকারী তোমাদের দুশমনেরা তা দেখে বিস্মিত হবে।

লেবীয় 26