লেবীয় 14:53-57 কিতাবুল মোকাদ্দস (BACIB)

53. পরে ঐ জীবিত পাখিকে নগরের বাইরে মাঠের দিকে ছেড়ে দেবে এবং বাড়ির জন্য কাফ্‌ফারা দেবে; তাতে তা পাক-সাফ হবে।

54. এই ব্যবস্থা সমস্ত রকম কুষ্ঠরোগের, শ্বেতিরোগের,

55. কাপড়ের মধ্যস্থিত কুষ্ঠের ও ঘরের,

56. এবং শোথ, স্ফোটক ও চিক্কন চিহ্নের;

57. এই সব দিক থেকে মানুষ কখন নাপাক ও কখন পাক-সাফ হয়, তা জানতে পারা যায়; কুষ্ঠরোগের এই ব্যবস্থা।

লেবীয় 14