5. তার চরণ মৃত্যুর কাছে নেমে যায়,তার পদক্ষেপ পাতালে পড়ে।
6. সে জীবনের সমান পথ পায় না,তার সমস্ত পথ চঞ্চল; সে কিছু জানে না।
7. অতএব বৎসরা, আমার কথা শোন,আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না।
8. তুমি সেই স্ত্রী থেকে তোমার পথ দূরে রাখ,তার বাড়ির দরজার কাছে যেও না;
9. পাছে তুমি নিজের সম্মান অন্যদেরকে দাও,নিজের আয়ু নির্দয় লোককে দাও;