মেসাল 5:17-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. সেটি কেবল তোমারই হোক,তোমার সঙ্গে অপর লোকের না হোক।

18. তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক,তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।

19. সে প্রেমিকা হরিণী ও কমনীয়া হরিণীর মত;তারই বুকে তুমি সর্বদা আপ্যায়িত হও,তার প্রেমে তুমি সতত মোহিত থাক।

মেসাল 5