মেসাল 30:5-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. আল্লাহ্‌র প্রত্যেক কালাম পরীক্ষাসিদ্ধ;তিনি নিজের শরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।

6. তাঁর কালামের সঙ্গে কিছু যোগ করো না;পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন,আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।

7. আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি,আমার জীবন থাকতে তা অস্বীকার করো না;

8. প্রবঞ্চনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূর কর;দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না,আমার নিরূপিত খাদ্যই আমাকে আহার করাও;

মেসাল 30