মেসাল 29:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. যে ব্যক্তি নিজের প্রতিবেশীর তোষামোদ করে,সে তার পায়ের নিচে জাল পাতে।

6. দুর্বৃত্ত লোকের অধর্মে ফাঁদ থাকে,কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে।

7. ধার্মিক দীনহীন লোকদের বিচার বোঝে;অজ্ঞ লোক জ্ঞান বোঝে না।

8. নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগিয়ে দেয়;কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ শান্ত করে।

9. অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে,সে রাগ করুক বা হাসুক, কিছুতেই শান্তি হয় না।

মেসাল 29