মেসাল 27:3-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. পাথর খুব ভারী ও বালিও ভারী,কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ দু’টোর চেয়ে ভারী।

4. ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যার মত,কিন্তু অন্তর্জ্বালার কাছে কে দাঁড়াতে পারে?

5. বরং প্রকাশ্য তিরস্কার ভাল,তবু গুপ্ত মহব্বত ভাল নয়।

6. প্রণয়ীর প্রহার বিশ্বাসযোগ্য,কিন্তু দুশমনের চুম্বন চাতুরীপূর্ণ।

7. তৃপ্ত প্রাণ মৌচাককেও পদতলে দলিত করে;কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্যগুলোও মিষ্ট।

মেসাল 27