মেসাল 27:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. নিজের মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করো না;নিজের বিপদের সময়ে ভাইয়ের বাড়িতে যেও না;দূরস্থ ভাইয়ের চেয়ে নিকটস্থ প্রতিবেশী ভাল।

11. বৎস, জ্ঞানবান হও; আমার চিত্তকে আনন্দিত কর;তাতে যে আমাকে ব্যঙ্গ করে, তাকে উত্তর দিতে পারবো।

12. সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়;কিন্তু অবোধেরা আগে গিয়ে দণ্ড পায়।

13. যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;যে বিজাতীয়ার জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।

মেসাল 27