20. মদ্যপায়ীদের সঙ্গী হয়ো না,পেটুক মাংসভোজীদের সঙ্গী হয়ো না;
21. কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে,এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।
22. তোমার জন্মদাতা পিতার কথা শোন,তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ করো না।
23. সত্য ক্রয় কর, বিক্রি করো না;প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় কর।
24. ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন,জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন।