মেসাল 23:16-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. বাস্তবিক আমার অন্তর উল্লসিত হবে।যখন তোমার কথা ন্যায়ের কথা হয়,

17. তোমার মন গুনাহ্‌গারদের প্রতি ঈর্ষা না করুক,কিন্তু তুমি সমস্ত দিন মাবুদের ভয়ে থাক।

18. কেননা শেষ ফল অবশ্য আছে,তোমার আশা ছিন্ন হবে না।

19. বৎস, তুমি শোন, জ্ঞানবান হও,তোমার হৃদয় সৎপথে চালাও।

20. মদ্যপায়ীদের সঙ্গী হয়ো না,পেটুক মাংসভোজীদের সঙ্গী হয়ো না;

21. কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে,এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।

মেসাল 23