মেসাল 21:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙক্ষী,তার দৃষ্টিতে তার প্রতিবেশী করুণা পায় না।

11. নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়,বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান গ্রহণ করে।

12. যিনি ধর্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন;তিনি দুষ্টদেরকে ধ্বংস করেন।

13. যে দরিদ্রের ক্রন্দনে কান বন্ধ করে রাখা,সে নিজে যখন ডাকবে, তখন উত্তর পাবে না।

মেসাল 21