মেসাল 11:6-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. সরলদের ধার্মিকতা তাদেরকে উদ্ধার করে;কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।

7. দুষ্ট মরলে তার প্রত্যাশা নষ্ট হয়;আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়।

8. ধার্মিক সঙ্কট থেকে উদ্ধার পায়,কিন্তু সেই সঙ্কট দুষ্ট লোকের উপর এসে পড়ে।

9. মুখ দ্বারা পাষণ্ড তার প্রতিবেশীকে নষ্ট করে;কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকেরা উদ্ধার পায়।

10. ধার্মিকদের মঙ্গল হলে নগরে উল্লাস হয়;দুষ্টদের বিনাশ হলে আনন্দগান হয়;

11. সরল লোকদের দোয়ায় নগর উন্নত হয়;কিন্তু দুষ্টদের কথায় তা উৎপাটিত হয়।

মেসাল 11