20. বক্রচিত্তেরা মাবুদের ঘৃণার পাত্র;কিন্তু যারা নিজের পথে সিদ্ধ,তারা তাঁর সন্তোষের পাত্র।
21. হাতে হাত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকবে না;কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাবে।
22. যেমন শূকরের নাসিকায় সোনার নথ,তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।
23. ধার্মিকদের মনোবাঞ্ছা কেবল উত্তম,দুষ্টদের প্রত্যাশার বদলে গজব নেমে আসে।
24. কেউ কেউ বিতরণ করে আরও বৃদ্ধি পায়;কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করে কেবল অভাবে পড়ে।
25. দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,পানি-সেচনকারী নিজেও পানিতে সিক্ত হয়।