মেসাল 10:2-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. নাফরমানীর ধন কিছুই উপকারী নয়,কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।

3. মাবুদ ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হতে দেন না;কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন।

4. যে শিথিল হাতে কাজ করে, সে দরিদ্র হয়;কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।

মেসাল 10