8. আমাদের উপরে গোলামেরা কর্তৃত্ব করে,তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
9. প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি,মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।
10. আমাদের চামড়া তুন্দুরের মত জ্বলে,দুর্ভিক্ষের জ্বলন্ত তাপের কারণে।
11. সিয়োনে রমণীরা ভ্রষ্টা হল,এহুদার নগরগুলোতে কুমারীরা ভ্রষ্টা হল।
12. নেতৃবর্গের হাত বেঁধে ফাঁসি দেওয়া হল,প্রাচীন লোকদের মুখ সমাদৃত হল না।
13. যুবকদেরকে যাঁতা বইতে হল,শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।