13. যুবকদেরকে যাঁতা বইতে হল,শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।
14. প্রাচীনেরা তোরণদ্বারে উপবেশনে নিবৃত্ত,যুবকরা বাদ্য বাদনে নিবৃত্ত হয়েছে;
15. আমাদের অন্তরের আনন্দলুপ্ত হয়েছে,আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।
16. আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে,ধিক্ আমাদেরকে! কেননা আমরা গুনাহ্ করেছি।
17. এজন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হয়েছে,এ সব কারণে আমাদের চোখ নিস্তেজ হয়েছে।