14. তোমার নবীরা তোমার জন্য মিথ্যা ও মূর্খতার দর্শন পেয়েছে,তারা তোমার বন্দীদশা ফিরাবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নি,কিন্তু তোমার জন্য মিথ্যা দৈববাণী সকলও নির্বাসনের বিষয় সকল দর্শন করেছে।
15. যেসব লোক তোমার কাছ দিয়ে যায়,তারা তোমার দিকে হাততালি দেয়;তারা শিশ দিয়ে জেরুশালেম-কন্যার দিকে মাথা নেড়ে বলে,এ কি সেই নগর, যা ‘পরম সৌন্দর্যের স্থল’ও ‘সমস্ত দুনিয়ার আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?
16. তোমার সমস্ত দুশমন তোমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ, করেছে,তারা শিস দিয়ে দাঁত ঘর্ষণ করে,বলে, আমরা তাকে গ্রাস করলাম,এটি অবশ্য সেদিন, যার আকাঙ্খা করতাম;আমরা পেলাম, দেখলাম।