4. সিয়োনের রাস্তাগুলো শোক করছে,কারণ কেউ ঈদে আসে না;তার সমস্ত দ্বার শূন্য;তার ইমামেরা দীর্ঘনিশ্বাস ত্যাগ করে;তার কুমারীরা ক্লিষ্টা, সে নিজে কষ্ট পাচ্ছে।
5. তার দুশমনরা তার মালিকস্বরূপ হয়েছে,তার দুশমনরা ভাগ্যবান হয়েছে;কেননা তার অনেক অধর্মের দরুন মাবুদ তাকে ক্লিষ্ট করেছেন;তার শিশু বালকেরা বিপক্ষের আগে আগে বন্দী হয়ে গেছে।
6. আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাকে ছেড়ে গেছে;তার নেতৃবর্গ এমন হরিণগুলোর মত হয়েছে,যারা চরাণি-স্থান পায় না;তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে আগে গমন করেছে।
7. জেরুশালেম নিজের দুঃখের ও দুর্গতির সময়ে,নিজের পুরানো দিনের মনোহর সামগ্রীগুলোর কথা স্মরণ করছে;তার লোকেরা যখন বিপক্ষের হস্তগত হয়েছিল,তার সাহায্যকারী কেউ ছিল না,তখন বিপক্ষরা তাকে দেখলো,তার উৎসন্নতায় উপহাস করলো।