মথি 24:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. আর সেই সময়ে অনেকের পতন হবে, এক জন অন্য জনের সঙ্গে বেইমানী করবে, এক জন অন্য জনকে ঘৃণা করবে।

11. আর অনেক ভণ্ড নবী উঠে অনেককে ভুলাবে।

12. আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের মহব্বত শীতল হয়ে যাবে।

13. কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই নাজাত পাবে।

মথি 24