4. এরকম ঘটলো, যেন নবীর মধ্য দিয়ে বলা এই কালাম পূর্ণ হয়,
5. “তোমরা সিয়োন-কন্যাকে বল,দেখ, তোমার বাদশাহ্ তোমার কাছেআসছেন;তিনি মৃদুশীল ও গাধার উপরে উপবিষ্টএবং বাচ্চার, গাধার বাচ্চার উপরেউপবিষ্ট।”
6. পরে ঐ সাহাবীরা গিয়ে ঈসার হুকুম অনুসারে কাজ করলেন,
7. গাধীটিকে ও বাচ্চাটিকে আনলেন এবং তাদের উপরে তাদের কাপড় পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।