পয়দায়েশ 46:20-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. ইউসুফের পুত্র মানশা ও আফরাহীম মিসর দেশে জন্মেছিল; ওন নগরের পোটীফেরঃ ইমামের কন্যা আসনৎ তাঁর জন্য তাদেরকে প্রসব করেছিলেন।

21. বিন্‌ইয়ামীনের পুত্র বেলা, বেখর, অস্‌বেল, গেরা, নামন, এহী, রোশ, মুপ্‌পীম, হুপ্‌পীম ও অর্দ।

22. এই চৌদ্দ জন ইয়াকুব থেকে জাত রাহেলার সন্তান।

23. আর দানের পুত্র হূশীম।

পয়দায়েশ 46