পয়দায়েশ 36:19-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. এরা ইসের অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।

20. সেই দেশ-নিবাসী হোরীয় সেয়ীরের সন্তান লোটন,

21. শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই পুত্ররা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।

22. লোটনের পুত্র হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।

23. আর শোবলের পুত্র অল্‌বন, মানহৎ, এবল, শফো ও ওনম।

24. সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাবার সময়ে মরুপ্রান্তরে গরম পানির ফোয়ারা আবিষ্কার করেছিল।

25. অনার পুত্র দিশোন ও অনার কন্যা অহলীবামা।

26. দিশোনের পুত্র হিম্‌দন,

পয়দায়েশ 36