4. তখন ইস্ তাঁর সঙ্গে দেখা করতে দৌড়ে এসে তাঁর গলা ধরে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং উভয়েই কাঁদলেন।
5. পরে ইস্ চোখ তুলে নারীদের ও বালকদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, এরা তোমার কে? তিনি বললেন, আল্লাহ্ অনুগ্রহ করে আপনার গোলামকে এসব সন্তান দিয়েছেন।
6. তখন বাঁদীরা ও তাদের সন্তানেরা কাছে এসে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো;
7. তারপর লেয়া ও তাঁর সন্তানেরা কাছে এসে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন; শেষে ইউসুফ ও রাহেলা কাছে এসে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন।