1. ইয়াকুব নিজের পথে অগ্রসর হলে আল্লাহ্র ফেরেশতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন।
2. তখন ইয়াকুব তাঁদেরকে দেখে বললেন, এটা আল্লাহ্র সৈন্য-শিবির। অতএব সেই স্থানের নাম মহনয়িম (দুই সৈন্য-শিবির) রাখলেন।
3. তারপর ইয়াকুব তাঁর আগে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁর ভাই ইসের কাছে দূত পাঠালেন।