3. তখন ইব্রাম উবুড় হয়ে সেজ্দা করলেন; আর আল্লাহ্ তাঁর সঙ্গে আলাপ করে বললেন, দেখ,
4. আমিই তোমার সঙ্গে আমার নিয়ম স্থির করছি, তুমি বহুজাতির আদিপিতা হবে।
5. তোমার নাম ইব্রাম (মহাপিতা) আর থাকবে না, কিন্তু তোমার নাম ইব্রাহিম (বহু লোকের পিতা) হবে; কেননা আমি তোমাকে বহুজাতির আদিপিতা করলাম।
6. আমি তোমাকে অতিশয় ফলবান করবো এবং তোমা থেকে বহুজাতি সৃষ্টি করবো; আর বাদশাহ্রা তোমা থেকে উৎপন্ন হবে।