পয়দায়েশ 12:13-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. আরজ করি, এই কথা বলো যে, তুমি আমার বোন; যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমার জন্য আমার প্রাণ বাঁচে।

14. পরে ইব্রাম মিসরে প্রবেশ করলে মিসরীয়েরা দেখতে পেল যে, ঐ নারী খুবই সুন্দরী।

15. আর ফেরাউনের কর্মকর্তারা তাঁকে দেখে ফেরাউনের কাছে তাঁর প্রশংসা করলেন; তাতে সারীকে ফেরাউনের প্রাসাদে নিয়ে যাওয়া হল।

16. আর তাঁর অনুরোধে তিনি ইব্রামের সঙ্গে ভাল ব্যবহার করলেন; তাতে ইব্রাম ভেড়া, গরু, গাধা-গাধী ও উট এবং গোলাম-বাঁদী লাভ করলেন।

17. কিন্তু ইব্রামের স্ত্রী সারীর জন্য মাবুদ ফেরাউন ও তাঁর পরিবারের উপরে ভীষণ উৎপাত ঘটালেন।

18. তাতে ফেরাউন ইব্রামকে ডেকে বললেন, আপনি আমার সঙ্গে এ কি ব্যবহার করলেন? উনি আপনার স্ত্রী, এই কথা আমাকে কেন বলেন নি?

পয়দায়েশ 12