23. কারণ আমি যাঁর লোক এবং যাঁর এবাদত করি, সেই আল্লাহ্র এক জন ফেরেশতা গত রাতে আমার কাছে দাঁড়িয়ে বললেন,
24. পৌল, ভয় করো না, সম্রাটের সম্মুখে তোমাকে দাঁড়াতে হবে। আর দেখ, যারা তোমার সঙ্গে যাচ্ছে, আল্লাহ্ তাদের সকলকেই তোমায় দান করেছেন।
25. অতএব ভাইয়েরা সাহস করুন, কেননা আল্লাহ্র উপরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার কাছে যেরকম উক্ত হয়েছে, সেরকমই ঘটবে।