1. সিজারিয়াতে কর্ণীলিয় নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ইতালীয় নামক সৈন্যদলের এক জন শতপতি।
2. তিনি আল্লাহ্-ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সঙ্গে আল্লাহ্কে ভয় করতেন। তিনি লোকদেরকে অনেক দান-খয়রাত করতেন এবং সব সময় আল্লাহ্র কাছে মুনাজাত করতেন।
3. এক দিন অনুমান বিকাল তিন ঘটিকার সময়ে তিনি দর্শনে স্পষ্ট দেখলেন যে, আল্লাহ্র এক ফেরেশতা তার কাছে ভিতরে এসে বলছেন, কর্ণীলিয়।