প্রকাশিত কালাম 19:16-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. আর তাঁর পরিচ্ছদে ও ঊরুদেশে এই নাম লেখা আছে—“বাদশাহ্‌দের বাদশাহ্‌ ও প্রভুদের প্রভু।”

17. পরে আমি দেখলাম, এক জন ফেরেশতা সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন; আর তিনি জোরে চিৎকার করে, আসমানের মধ্যপথে যেসব পাখি উড়ে যাচ্ছে তাদের সবাইকে বললেন, এসো, আল্লাহ্‌র মহা-ভোজে জমায়েত হও,

18. যেন বাদশাহ্‌দের গোশ্‌ত, সহস্রপতিদের গোশ্‌ত, শক্তিমান লোকদের গোশ্‌ত, ঘোড়াগুলোর ও ঘোড়-সওয়ারদের গোশ্‌ত এবং স্বাধীন ও গোলাম, ক্ষুদ্র ও মহান সকল মানুষের গোশ্‌ত ভোজন কর।

প্রকাশিত কালাম 19