প্রকাশিত কালাম 18:23-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. এবং প্রদীপের শিখা আর কখনও তোমার মধ্যে জ্বলবে না;এবং বর কন্যার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;কারণ তোমার বণিকেরা দুনিয়ার সম্ভ্রান্ত ছিল,কারণ তোমার মায়াশক্তিতে সমস্ত জাতি ভ্রান্ত হত।

24. আর নবী ও পবিত্র লোকদের রক্তএবং যত লোক দুনিয়াতে হত হয়েছে,সেই সবের রক্ত এর মধ্যে পাওয়া গেল।

প্রকাশিত কালাম 18