10. যদি কেউ বন্দীত্বের পাত্র হয়,তবে সে বন্দীত্বে যাবে;যদি কেউ তলোয়ার দ্বারা হত হবার কথা থাকে,তবে তাকে তলোয়ার দ্বারা হত হতে হবে।এজন্য পবিত্র লোকদের ধৈর্য ও ঈমান থাকা প্রয়োজন।
11. পরে আমি আর একটি পশুকে দেখলাম, সে স্থল থেকে উঠলো এবং মেষ-শাবকের মত তার দু’টি শিং ছিল, আর সে নাগের মত কথা বলতো।
12. সে ঐ প্রথম পশুর পক্ষে তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করে; এবং যে প্রথম পশুর মৃত্যুজনিত আঘাতের প্রতিকার করা হয়েছিল, দুনিয়া ও তার অধিবাসীদেরকে তার এবাদত করায়।