নহিমিয়া 7:33-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

33. অন্য নবোর লোক বায়ান্ন জন।

34. অন্য এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।

35. হারীমের সন্তান তিন শত বিশ জন।

36. জেরিকোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।

37. লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।

38. সনায়ার সন্তান তিন হাজার নয় শত ত্রিশ জন।

নহিমিয়া 7